কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি । কর্মসংস্থান ব্যাংক কি সরকারি ? কর্মসংস্থান ব্যাংক শাখা সমূহ । কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন ফরম
আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বেকার শিক্ষিত এবং অশিক্ষিত যুবক জনগোষ্ঠীদের ঋণ প্রদান করা হচ্ছে । কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে একজন বেকার যুবক অনেক বেশি পরিমাণ ঋণ পেতে পারে এবং সরকারি সুবিধাও অনেকগুণ বেশি পাওয়া যাবে । ঋণ নিতে বেকার যুবককে অবশ্যই একজন উদ্যোক্তা হতে হবে । সে শিক্ষিত বা অশিক্ষিত হোক সেটা ম্যাটার করবে না ।
যেসব খাতে ঋণ দেওয়া হবে :
বাংলাদেশে যেসকল ব্যাবসা খাত বৈধ সেসব খাতে ব্যাংক ঋণ প্রদান করবে ।
* প্রাণিসম্পদ খাত
* মৎস্য খাত
* যানবাহন/পরিবহন সেবা
* শিল্প-কারখানা স্হাপন
* ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়ন
* সেবা খাত ও বাণিজ্যিক খাত ।
* উৎপাদনশীল প্রকল্প যেমন মাশরুম শাকসবজি ইত্যাদি ।
কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নেওয়ার নিয়ম / কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি :
* যিনি ঋণ নিবে তাকে বেকার/অর্ধবেকার হতে হবে । ( বেকার শব্দের অর্থ কোন কিছুই করেন না আর অর্ধবেকার মানে মাঝে মধ্যে টুকটাক টাইম কিছুটা করে থাকে )
* ঋণ গ্রহীতার বয়স সর্বনিম্ন 18 থেকে 45 এর মধ্যে হতে হবে ।
* ঋণ গ্রহীতাকে সাধারন উদ্যোক্তা হতে হবে ।
* ঋণ গ্রহীতাকে অবশ্যই প্রকল্প পরিচালনা বিষয়ে অভিজ্ঞতা কিংবা প্রশিক্ষণ আগে থেকেই থাকতে হবে ।
* কর্মসংস্থান ব্যাংকের যে শাখা থেকে কিংবা যে এলাকা থেকে ঋণ গ্রহণ করবে তাকে অবশ্যই সে এলাকার স্থায়ী একজন বাসিন্দা হতে হবে ।
* এছাড়াও ঋণ নীতিমালার সকল বিষয় অনুসরণ করতে হবে ।
ঋণের ইন্টারেস্টের পরিমাণ :
সুদের হার সকল ক্ষেত্রে হবে সরল ।
* ক্ষুদ্র ব্যবসা খাতে 13% ।
* কৃষিভিত্তিক শিল্প স্থাপনে 8% থেকে 9% ।
* প্রাণিসম্পদ উন্নয়ন খাতে 10% ।
* দুগ্ধ উৎপাদন এবং কৃত্রিম প্রজনন খাতে 5% ।
* উৎপাদনশীল খাতে 11%
* বাণিজ্যিক খাতে 13%
ঋণের পরিমাণ সর্বোচ্চ ২ লাখ টাকা জামানত বিহীন হবে । আর ঋণ মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে ।
প্রয়োজনীয় পেপারস :
* যিনি ঋণ গ্রহণ করবেন তার অবশ্যই জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রদান করতে হবে ।
* পাসপোর্ট সাইজের ছবি প্রদান করতে হবে ।
* তার সাথে দুই থেকে তিন জন গ্যারান্টর সর্বনিম্ন দরকার হবে এবং তাদের সম্মতি সঙ্গে সঙ্গে তাদের জাতীয় পরিচয় পত্র এবং এনআইডি কার্ডের ফটোকপি দরকার হবে ।
* যেহেতু এটি একটি জামানতবিহীন ঋণ, সেহেতু এখানে জামানতের কোন প্রকার দরকার হবেনা । কিন্তু যিনি গ্যারান্টার হবেন তাকে অবশ্যই দ্বিগুণ মূল্যে স্থাবর-অস্থাবর সম্পত্তি থাকতে হবে এবং ঐসব পেপারসের ফটোকপি জমা দিতে হবে । অবশ্যই এটি বন্ধক হবে না ।
* বেকার যুবক যে খাতে ঋণ গ্রহণ করে থাকবে তাকে অবশ্যই সেই খাতে ব্যবসায়ী ট্রেড লাইসেন্স থাকতে হবে । ব্যাংক ঋণ পাওয়ার উপায় হল এসব পেপারস থাকলে।
কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন ফরমের জন্য এখানে ক্লিক করুন ।
এছাড়া আরো বিস্তারিত জানার জন্য কর্মসংস্থান ব্যাংকের এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন: 02-47111141 ফ্যাক্স: 02-955759 অথবা কর্মসংস্থান ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারেন ।
এছাড়াও কর্মসংস্থান ব্যাংকের পারসোনাল ঋণ, কম্পিউটার/ল্যাপটপ ক্রয় ঋণ, গৃহ নির্মাণ ঋণ, মোটর সাইকেল ঋণ, বিদেশে কর্মসংস্থান ঋণ কর্মসূচী, ক্ষুদ্র ব্যবসা ঋণ কর্মসূচী (SECP) প্যাকেজ রয়েছে ।
Ami bekar lone nite cai
Ami akta job kori selri pai 12700..tate ami ki kno lon pate pari
আমি একটা চাকরি করি৷। আমি কি লোন পেতে পারী
আমি একজন ছোট্ট মুদি দোকানদার ।আমার কাছে ব্যবসা করার মতো টাকা নাই ,আমি কিছু টাকা লোন পাইলে আমি ভালো করে ব্যবসা করতে পারতাম ।। আমি কি সরকারি লোন পাবো?
আমি একজন বেকার ঋন নিতে চাই কিভাবে পাবো আর কত দিন এর মোধে পেতে পারি
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি জামগড়া চৌরাস্তা আশুলিয়া থেকে বলছি আমার দোকান জামগড়া চৌরাস্তা মেইন রোডে কমপিউটার এন্ড টেলিকম ও অনলাইন সেবা সমূহ মুহাম্মাদ আবু সাঈদ মোবাইল নম্বর 01711907742
আমার নাম শিমুল আমি ইলেকট্রনিক কাজ করি আর কিছু ইলেকট্রিক মালা মালে কেনার জন্য টাকার প্রজন তাই আমি এই লোন টা নিতে চাই আমার মোবাইল নাম্বার 01788398778
আমি অনেক লেখাপড়া করেছি কিন্তু আমি দুবছর দরে চাকরি জন্য গুরাগুরি করছি কিছুতেই চাকরি পাচ্ছি না। এখন আমি বাড়িতে বেকারত্ব গোরাপেরা করছি। তারপর ভাবি কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিয়ে গবাদিপশু হাস মুরগী খামার বানিয়ে পালন করব। প্লিজ আপনারদের কাছ থেকে একটু সাহায্য করবেন।আমার ফোনঃ০১৭৮৬১৬১০৪৭
প্লিজ কর্মসংস্থান ব্যাংকের হেল্পলাইন নাম্বরটা দিবেন আমি কথা বলব
আমি বিদেশ যাবো টাকারপ্রয়োজন আমি কি লোন পাবো