সবার জন্য ব্র্যাক NGO এর লোন নির্ভরতা Brac ngo loan BD
সব চাকুরিজীবিদের জন্য ব্র্যাক এনজিওর এর লোন নির্ভরতা
আপনার যদি ইচ্ছা থাকে তাহলে ঋণ এখন আপনার হাতের মুঠোয় আসবে । বিশেষ করে চাকুরিজীবীদের জন্য ঋণ ব্র্যাক NGO এর । (NGO Loan BD)
চাকুরীজীবিদের জন্য ব্র্যাক এনজিওর নির্ভরতা ঋণ । আপনার বেতন যে পরিমাণ হোক না কেন আপনি সহজে ঋণ নিতে পারবেন । লোনের আবেদন করার জন্য নিচের কাগজ লাগবে ।
লোন নেওয়ার যোগ্যতা : (এনজিও লোন)
যিনি ঋণ নিতে ইচ্ছুক তাকে প্রাপ্ত বয়স্ক মানে ১৮ হতে ৬৫ এর মাঝে বয়স হতে হবে । এনজিওর যে শাখা হতে ঋণ নিবে সেই শাখার সদস্য হতে হবে ও তার সন্চয় বা জামানত থাকতে হবে ।
সুবিধা সূমহ :
কোন প্রক্রিয়া করণ ফি নেই ।
কোন জটিলতা নেই ।
ঋণ পরিশোধের সময় ১২ মাস হতে ১৮ মাস সর্বোচ্চ ।
মুনাফার হার সর্বোচ্চ ২৪.০০% হয়ে থাকে । তবে যত কম সময়ে ঋণ পরিশোধ করবেন সুদের হার কমবে ।
অনুমোদন সময়কাল ১৫ থেকে ২০ দিন কর্মদিবস সময় নিবে । কত টাকা লোন পাবেন তা আপনার মাসিক বেতনের ওপর কিছুটা নির্ভর করবে ।
আবেদন গ্রহন করতে কত দিন লাগবে :
সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।
ভোটার আইডি বা পাসপোর্ট এর ফটোকপি ।
অফিস আইডি কার্ডের ফটোকপি ।
সেলারি সার্টিফিকেটের ফটোকপি ।
৬ মাসের ব্যাংক হিস্টোরি/স্টেটমেন্ট ।
এনজিওর যে শাখা হতে লোন উত্তোলন করতে চান সেই এলাকার স্হানীয়ভাবে বসবাস কারী জামিনদার এবং তার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের অনুলিপি প্রয়োজন ৷
কিভাবে পাব