One Bank Easy Home Loan BD ওয়ান ব্যাংক প্রবাসী ও দেশবাসীর জন্য বাড়ি লোন Bari Loan
আপনি কি লোন নিতে চাচ্ছে ? বাড়ি কেনার জন্য বা ফ্ল্যাট কেনা বা বাড়ি সংস্করের জন্য হোম লোন নিতে পারবেন চাকরীজীবীরা, বাড়ি ওয়ালা, ব্যবসায়ী ও প্রবাসী ভাই বোনেরা । (Probashi Bank Loan BD)
লোন নেওয়ার যোগ্যতা : (One Bank Bari Loan)
নতুন ফ্লাট/নির্মাণের জন্য যে ঋণ দেওয়া হয় তা ২৫ বছরের মধ্যেই পরিশোধ করতে হবে । পুরাতন ফ্লাট/বাড়ি কেনার জন্য যে ঋণ দেওয়া হয় তা ২০ বছরের মধ্যেই পরিশোধ করতে হবে । বাড়ি সংস্কারের জন্য যে ঋণ দেওয়া হয় তা ১৫ বছরের মধ্যেই পরিশোধ করতে হবে । (Loan Repayment with loan EMI)
সার্ভিস চার্জ বা সুদের হার কম (loan interest rate) : PPS/EPS/Professionals Flat Purchase, Construction, Landlord/OSE/Others, Renovation for all segments সবার জন্য সুদের হার ৯%
সুবিধা সূমহ : (Bank Loan Benifit)
প্রক্রিয়া করণ ফি ১% ও দ্রুত নিষ্পত্তি ফি ২% ।
ঋণ টেক ওভার সুবিধা ৯% সুদে ।
বিলম্বে পরিশোধ ফি ২% ।
সহনশীল মাসিক কিস্তি
দ্রুত ও সহজ প্রক্রিয়া
দেশের যেকোনা জায়গা গতে ঋণ গ্রহণ ও কিস্তি পরিশােধের সুযোগ ।
ঋণ পরিশােধের নিয়মঃ
গ্রাহক সমপরিমাণ মাসিক কিস্তি (ই এম আই) প্রদানের মাধ্যমে মেয়াদান্তে সম্পূর্ণ ঋণ পরিশােধ করতে পারবেন। (Easy Bank Loan BD)
লোন আবেদনের ক্ষেত্রে মাসিক আয় সর্বনিম্ন ৫০,০০০ টাকা হতে হবে । কত টাকা লোন পাবেন তা আপনার মাসিক ইনকামের ওপর কিছুটা নির্ভর করবে ।
গৃহ ঋণ আবেদন গ্রহন করতে কি লাগবে : (Bank Loan Rules BD)
সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।
ভোটার আইডি বা পাসপোর্ট এর ফটোকপি ।
আয় এবং পেশার প্রমাণাদি ।
চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস পরিচয়পত্র এবং সেলারি সার্টিফিকেট ও ১ বছরের অভিঙ্গতা লাগবে ও মিনিমাম ৬ মাস একটি প্রতিষ্ঠানে থাকতে হবে চাকরিতে । (Home Loan BD)
পেশাজীবিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রীর সনদ ও ২ বছরের অভিঙ্গতা লাগবে ।
ব্যবসায়ীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায় ২ বছরের অভিঙ্গতা লাগবে ও ট্রেড লাইসেন্স লাগবে ।
প্রবাসীদের জন্য বৈধ মাধ্যমে কমপক্ষে 1 বছরের জন্য রেমিট্যান্স আয় পাঠাতে হবে দেশে ঐ ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট লাগবে ।
বাড়ির মালিকদের জন্য মালিকানার দলিলপত্র ও ভাড়া আদায়ের স্লিপ / ভাড়াটিয়ার সাথে চুক্তি পত্র ইত্যাদি ।
১ বছর বা ৬ মাসের ব্যাংক হিস্টোরি/স্টেটমেন্ট ।
পার্সোনাল গ্যারান্টি ।
ট্যাক্স ক্লিয়ারেন্সের কপি ।
ইউটিলিটি বিলের কপি (যেমন গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা ইত্যাদি) যেকোন একটির দরকার হবে ।
বাড়ী নির্মাণ ঋণ প্রাপ্য হবেন যদি বাড়ির নকশা থাকে ।এছাড়াও বেশ কিছু পেপার লাগবে জমির
১. জমির মূল মালিকানা দলিল, বায়া দলিল
২, সি, এস, এস,এ, আর,এস ও বি.এস খতিয়ানের জাবেদা নকল
৩. ডি,সি,আর, খাজনা রশিদ ও নামজারী খতিয়ান;
৪. জেলা/সাব রেজিষ্ট্রী অফিস কর্তৃক ইস্যুকৃত নির্দায় সনদ (এনইসি)। (Home Loan System in BD)